Header Ads

What is javascript.জাভাস্ক্রিপ্ট কি এবং কিভাবে কাজ করে।


জাভাস্ক্রিপ্ট একটা জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট শব্দ টি শুনলেই বোঝা যাই এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ । এটা একদম সোজা ভাষা । এটা শেখার আগে আপনাকে HTML শিখতে হবে । একটা কথা বলতে কি , HTML আপনাকে আগে শিখতেই হবে । তারপর যত কিছু আছে ।
যা ওয়েব পেজের ইন্ট্রকটিভিটি ও ফাংশনালিটি বৃদ্ধি, ফরম ভেলিডেশন, ব্রাউজার নির্দেশ, সময় ও তারিখ নির্দেশ ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট  এবং সার্ভার উভয় দিকেই কাজ করতে পারে। তাই ইহা ইউজারের নিকট থেকে ডাটা নিয়ে প্রয়োজনীয় প্রসেস সম্পন্ন করে সার্ভারে প্রেড়ণ করতে সক্ষম। জাভাস্ক্রিপ্ট ECMA ইন্টারন্যশনাল অর্গানাইজেশন কতৃক উদ্ভাবিত এবং তৈরি করেছিলেন ব্রান্ডন এইচ (Brendan Eich)। জাভাস্ক্রিপ্ট এর অফিসিয়াল নাম ছিল ECMAScript ।

অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> www.your.com</title>
<style>
body{background: #FFC}
</style> 

<script type="text/javascript"> 
</script>

</head>
<body>
<form>
<input type ="button" value = "Click Me"
onClick="alert('Welecome to www.your.com')">
</form>
</b



  • এটা মূলত একটা স্ক্রিপ্টিং ভাষা ।
  • এটা HTML এর সাথে কাজ করে । বলা যাই , এটা প্রায় HTML এর মতই ।
  • এটা একদম ফ্রি ।
  • এটা যে কেউ ব্যবহার করতে পারে ।

  • জাভা আর জাভাস্ক্রিপ্ট কি এক ?

  • জাভাস্ক্রিপ্ট ও জাভা আলাদা ।
  • জাভা তৈরি করেছে সান মাইক্রোসিস্টেম ।

  • বলা যাই জাভা একটি সফটওয়ার মেকার প্রতিষ্ঠান । এরা C ও C++ এই দুটি তৈরি করেছে ।
    আমরা কেন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব ?

  • জাভাস্ক্রিপ্ট যারা তৈরি করে ইংরেজিতে অথর তারা প্রোগ্রামার । কিন্তু HTML যারা তৈরি করেছে তারা প্রোগ্রামার না ।
  • জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ডাইনামিক সাইট ও ডিজাইন করতে পারেন ।
  • দেখাগেল আপনার সাইটে HTML এ কোন সমস্যা , জাভাস্ক্রিপ্ট নিজেই সমাধান করতে পারে । কিছু কিছু ক্ষেত্রে ।
  • কিছু কিছু ডেটা আছে যাদের validate করতে হয় । সেগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে হয় ।
  • বিভিন্ন সাইটে এটা কুকীজ হিসাবে ব্যবহারিত হয় । আমরা বিভিন্ন সময়ে দেখি যে লগিন করার সময় লেখা থাকে রিমেম্বার মি , এটা করা হয়ে থাকে এটা দিয়ে ।

  • এর জন্ম হয়েছে কোথা থেকে ?

  • ECMAScript এর আসল নাম ।
  • ECMA organization এর জন্ম দাতা


  • আশা করি এটা থেকে কিছু জানতে পারবেন । ধন্যবাদ সবাইকে

    No comments

    Powered by Blogger.